নড়াইল

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৯ জুলাই ২০২৫

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) দুপুরে সদর উপজেলার গন্ধর্ব্যখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের ইউপি সদস্য জাফর শেখ গ্রুপের সঙ্গে একই গ্রামের রোস্তম আলী দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে জাফর শেখের সমর্থক জিল্লুর রহমানকে প্রতিপক্ষের লোকজন মারধর করে। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার জের ধরে শনিবার দুপুরে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এসময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, আলমগীর শেখ (৪২), রহমান সরদার (৫৫), তানিয়া খানম (৩৪), মর্জিনা বেগম (৩৫), এসকেন সরদার (৫৫), মহাসেন সরদার (৫৭), মাহিম (১৯), শহিদ আলী (৪৫), লিমন সরদার (২৫), শরিফুল মোল্যা (৪৫), রোস্তম সরদার (৫৫), কেসমত মোল্যা (২৭), শফিক মোল্যা (৩৫), রেহাব মোড়ল (২২), সাদ্দাম সিকদার (৩২), নুর ইসলাম (৪০) ও সৌরভ সিকদার (১৫)।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ‘ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষ মামলা দিলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।