বিএনপি সংস্কারে বিশ্বাস করে কুসংস্কারে না: গয়েশ্বর চন্দ্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৯ জুলাই ২০২৫
নরসিংদীতে দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে তবে কুসংস্কারে না। সংস্কারের নামে কুসংস্কার চলবে না।

তিনি আরও বলেন, যারা পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে যাবে, সেটা পেছনের রাস্তা। আর বিএনপি চায় সামনের রাস্তা। সামনাসামনি আসবো।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর ইটাখোলা মোড়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় শিবপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

শিবপুর উপজেলা বিএনপির সভাপতিত আবুল হারিজ রিকাবদারের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন, মনোহরদী-বেলাবো আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার প্রমুখ।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ যদি ৭১-এর পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে গিয়ে আপনাদেরকে ভোট দেয়, আমরা সালাম দেবো। ৭১-এর পরাজিত শক্তির আস্ফালন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেচেঁ থাকতে মেনে নিতে পারে না, এ কথা কিন্তু আমরা এখনো বলিনি। স্বাধীনতা যুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি কিন্তু ভুলে যাইনি।

সঞ্জিত সাহা/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।