পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় মাসকো গ্রুপের এমডিসহ আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৬ পিএম, ১৯ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট সড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ, ছেলে তাওয়াব বিল্লাহসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার সুলফিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ তাপস কুমার কুণ্ডু জানান, মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ, তার ছেলে তাওয়াব বিল্লাহ, কর্মকর্তা রুম্মান ও রুমানকে নিয়ে বিকেল ৪টার দিকে রোলস রয়েস ব্র‍্যান্ডের বিলাসবহুল একটি প্রাইভেটকার যোগে ঢাকা যাচ্ছিলেন। পথে ৩০০ ফিট সড়কের সুলফিনা ব্রিজ এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন।

পরে সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি উদ্ধার করেছে।

নাজমুল হুদা/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।