কাভার্ডভ্যান উল্টে কুমিল্লা-সিলেট মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২০ জুলাই ২০২৫

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি কনটেইনার ট্রেইলার উল্টে ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২০ জুলাই) সাকল সাড়ে ৬টার দিকে কুমিল্লার দেবিদ্বার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

কাভার্ডভ্যান উল্টে কুমিল্লা-সিলেট মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কনটেইনার সড়কে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ কন্টেইনারটি উদ্ধার করে। এরই মধ্যে সড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী জানান, সকাল পৌনে ৭টার দিকে খবর পাই কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে একটি দুর্ঘটনা হয়েছে। এরপর ঘটনাস্থলে গিয়ে কন্টেইনারটি উদ্ধার করা হয়। দুপুর পৌনে ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।