৩ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের নেসকো ভবন অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২০ জুলাই ২০২৫

৩ দফা দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) ভবন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। রোববার (২০ জুলাই) বেলা ১১টা থেকে নেসকো ভবনের সামনে অবস্থান নেওয়া শুরু করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ৩ দফা দাবি অনুযায়ী এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে। সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমা কোটা বাতিল করে সব ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে। ৩০ শতাংশের ওপরে প্রমোশন নেওয়া চাকরিজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এরপর দুপুর দেড়টায় নেসকো কর্তৃপক্ষ তাদের বোর্ড মিটিংয়ে শিক্ষার্থীদের দাবি উত্থাপন করার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয়।

নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) মো. সাইফুর রহমান বলেন, আমি আজকে রংপুর এসেছি। আমি স্পটে ছিলাম না। যতটুকু জানি, রুয়েটের ছেলেরা এসেছিলেন। আমাদের চাকরির ডিপ্লোমার একটি কোটা আছে। তারা সেটি পরিবর্তন করতে চান। আমাদের এখন কোনো সার্কুলার নেই। এটি নিয়ে তারা আমাদের সঙ্গে কথাও বলেছেন। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। তারা যদি পরিবর্তন করতে চাই আমার করে দেবে।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।