মিঠামইনে মাদকসহ যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০১:২০ পিএম, ২১ জুলাই ২০২৫

কিশোরগঞ্জের মিঠামইনে যৌথবাহিনীর হাতে মাদকসহ রুবেল হোসেন (৩৩) নামে এক যুবদল নেতা আটক হয়েছেন। এসময় তার ছোট ভাইসহ আরও দুনজনকে আটক করা হয়।

রোববার (২০ জুলাই) রাতে উপজেলার গোবিন্দপুর থেকে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক রুবেল হোসেন উপজেলা যুবদলের ১১ নম্বর যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা শহীদ জিয়া ছাত্র পরিষদের সভাপতি। এসময় তার সঙ্গে তার ছোট ভাই রাইহান (৩০) ও উপজেলার ঢাকেশ্বর গ্রামের সিরাজ মিয়ার ছেলে জামাল মিয়া (৪২) আটক হন। পরে তাদের পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুবেল হোসেন ও তার ছোট ভাই রাইহানসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মিঠামইনে মাদকসহ যুবদল নেতা গ্রেফতার

মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইকরাম হোসেন জেরী (নওশাদ) জানান, শুনেছি আমাদের উপজেলা যুবদলের ১১ নম্বর যুগ্ম-আহ্বায়ক রুবেল হোসেনকে মাদকসহ যৌথবাহিনী আটক করেছে। বিষয়টি আমরা কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

এসকে রাসেল/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।