এনসিপির পোস্টার ছেঁড়ায় সিসিকের তিন কর্মী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২১ জুলাই ২০২৫

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে শহরে সাঁটানো একটি পোস্টার ছেঁড়ার ঘটনায় সিটি করপোরেশনের (সিসিক) তিন কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দুজন শ্রমিক ও একজন সুপারভাইজার।

এছাড়াও ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার ( ২১ জুলাই) সন্ধ্যায় সিসিকের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর রোববার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এনসিপির একটি পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। ঘটনার পরপর অভিযুক্ত শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে সাময়িক বহিষ্কার করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

সকালে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সিসিক।

আগামী ২৫ জুলাই এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রচারণা। সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীরা ইতোমধ্যে নগরীতে ব্যানার, পোস্টার ও ফেস্টুন সাঁটিয়াছেন।

আহমেদ জামিল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।