লেবাননে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবকের মৃত্যু


প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৮ জুন ২০১৬

লেবাননে সড়ক দুর্ঘটনায় আরাফাত হোসেন হামদু (২৫) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির জন্য নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন হামদু আখাউড়া উপজেলার বড়বাজার এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে। তিনি মাস চারেক আগে লেবাননে গিয়েছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহত হামদুর বড় ভাই সানি জানান, গত মঙ্গলবার রাতে সেখানে অবস্থানরত মনির নামে এক ফুফাতো ভাই ফোন করে মৃত্যুর খবরটি আমাদের জানিয়েছে। পরে অন্যদের কাছ থেকেও আমরা নিশ্চিত হয়েছি।

এদিকে হামদুর মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মা আনোয়ারা বেগম সন্তানের জন্য বিলাপ করছিলেন। স্ত্রী উর্মিও স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।

উল্লেখ্য, নিহত হামদু আখাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট হামদু।

আজিজুল আলম সঞ্চয়/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।