সিসিটিভিতে ধরা পড়লো যুবকের পকেট থেকে ৮৫ হাজার টাকা চুরির ভিডিও
সিরাজগঞ্জ শহরের ব্যস্ততম সড়ক চৌরাস্তা মোড়ে দিন-দুপুরে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির পকেট থেকে ৮৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড় এলাকায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী রফিকুল ইসলাম কামারখন্দ উপজেলার চরবড়ধুল গ্রামের বাসিন্দা।
রফিকুল ইসলাম বলেন, শহরের আইএফআইসি ব্যাংক থেকে ফেরার পথে ২নং খলিফাপট্টি হয়ে চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছালে একটি চক্রের ৫ জন সদস্য সু-কৌশলে আমার অগোচরেই প্যান্টের পকেটে থাকা ৮৫ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করেছি। তারা ঘটনাস্থলে এসে সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে।
সিসি ফুটেজে দেখা যায়, শহরের ২নং খলিফাপট্টি এলাকার আইএফআইসি ব্যাংক থেকে বের হয়ে হেঁটে চৌরাস্তার দিকে যাচ্ছিলেন রফিকুল ইসলাম। চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছে তিনি মুঠোফোনে কথা বলছিলেন। এ অবস্থায় শার্ট-প্যান্ট পরিহিত ৫-৬ জন ব্যক্তি তার পাশে ভিড় জমান। পরে সুযোগ বুঝে তার অগোচরে পকেট থেকে টাকা নিয়ে রিকশায় উঠে চলে যান।
স্থানীয়রা বলেন, এটি নতুন কোনো ঘটনা নয়, এই শহরে মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটছে। তবুও পুলিশ প্রশাসনের কোনো নজরদারি নেই। কিছুদিন আগেও ব্যাংকের এক গ্রাহক টাকা তুলে চৌরাস্তা মোড় এলাকায় এলে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে সু-কৌশলে একটি চক্র তার পকেট থেকে টাকাগুলো নিয়ে চলে গেছে। চোর চক্রটিকে চিহ্নিত করে ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
এম এ মালেক/এফএ/জেআইএম