সারজিসকে জুলাই শহীদের মা

‘তোমাদের কাছে দেশকে আমানত রাখলাম বাবা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৩ জুলাই ২০২৫
কুমিল্লায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সারজিস আলম

কুমিল্লার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে হোটেল নুরজাহানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় শহীদ সাদমানের মা কাজী শারমিন বলেন, ‌‘তোমাদের কাছে দেশকে আমানত রাখলাম বাবা। আমার ছেলে রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরাও রক্ত দেবো। তবুও এই দেশে যেন আর কোনো স্বৈরাচার ফিরে না আসে।’

এসময় শহীদ রিফাতের মা, শহীদ ইউসুফের স্ত্রী রেহেনাসহ অনেক শহীদ পরিবারের সদস্যরা সারজিস আলমের সঙ্গে কথা বলেন।

শহীদ ইউসুফের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘আমার একটা মাত্র মেয়ে রাইসার বয়স ৮ বছর। গত বছর রাইসার বাবা ঢাকার শনিরআখড়ায় নিহত হন। আমি একমাত্র মেয়েটাকে নিয়ে অসহায় জীবনযাপন করছি। আমরা শুধু রক্তের বিচার চাই।’

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।