টেকনাফে র্যাবের অভিযানে সোয়া লাখ ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার (২৩ জুলাই) সকালে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের অভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হাবিরছড়া এলাকায় ইসমাইলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে ।
আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ইয়াসিন ও কেফায়েত উল্লাহ।
র্যাব -১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মাদক কারবারিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে, গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য জানতে পেরে অভিযান চালানো হয়। ইসমাইলের বাড়ির ইয়াসিনের টিনের বসত ঘরের ভেতর থেকে মো. ইয়াসিন ও কেফায়েত উল্লাহ নামে দুই মাদক কারবারিকে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম করা হয়।
তিনি আরও বলেন, অভিযানকালে আটকদের সহযোগী দেলোয়ার হোসেন (২৮) দৌড়ে পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জাহাঙ্গীর আলম/এমএন/এএসএম