টেকনাফে বোরকা পরে চেকপোস্ট পার হতে গিয়ে যুবক আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১০:২৩ এএম, ২৪ জুলাই ২০২৫

কক্সবাজারের টেকনাফে বোরকা পড়ে নারীর ছদ্মবেশে এপিবিএন পুলিশের চেকপোস্ট পার হওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাতে শালবাগান এপিবিএন ক্যাম্পের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটক যুবক রশিদ আহমেদ (২৭) টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ ব্লকের ফরিদ আহমেদের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ মডেল থানার অফিসার এএসআই মো. আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স ও ১৬ এপিবিএন পুলিশ সদস্যদের সহায়তায় রাতে শালবাগান এপিবিএন ক্যাম্পের চেকপোস্ট ডিউটিতে ছিলেন। এসময় কালো রংয়ের বোরকা পরা একজন চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে। তাকে সন্দেহজনক মনে আটক করা হয়। পরে তার ছদ্মবেশ বিষয়ে জানা যায়।

তিনি আরও বলেন, পরবর্তী জিজ্ঞাসাবাদে এলোমেলো কথাবর্তাসহ ক্যাম্পে প্রবেশ করার বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি তিনি। এছাড়া তিনি কৌশলে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে আটক করে। আটক যুবক রশিদ আহমেদ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।