ব্রুনাইয়ে নিহত জামালের মরদেহ ফেরত চান বাবা-মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৪ জুলাই ২০২৫

দীর্ঘ ৬ বছর পর আগস্ট মাসের প্রথম সপ্তাহে ব্রুনাই থেকে গ্রামের বাড়ি ভোলায় ফেরার কথা ছিল মো. জামাল হোসেনের (৩৩)। কিন্তু জীবিত আর ফেরা হলো না তার। ব্রুনাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন জামাল।

জামাল হোসেনের মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। জামাল হোসেন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া গ্রামের চৌকিদার বাড়ির মো. হাদিছের ছেলে।

নিহত জামাল হোসেনের বাবা মো. হাদিছ জানান, তাদের নিজস্ব কোনো জমিজমা নেই। জামালের নানির বসতঘরেই তারা বসবাস করছেন। তিন ছেলে ও দুই মেয়ে তার। দরিদ্র পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় ১২ বছর আগে ধার-দেনা করে ছেলেকে ব্রুনাইতে পাঠান। ব্রুনাইয়ের রুবাই এলাকায় থাকতেন জামাল হোসেন। সেখানে তিনি বিদ্যুতের কাজ করতেন। সেখান থেকে ছোট দুই বোনের বিয়ের জন্য টাকা পাঠান। প্রায় ৬ বছর ধরে দেশে আসেননি জামাল।

জামালের মা নিরুতাজ বেগম ও ছোট বোন জান্নাত বেগম জানান, জামাল জীবনে অনেক কষ্ট করেছেন। টাকার অভাবে তাকে পড়ালেখা করাতে পারেননি বলে কান্নায় ভেঙে পড়েন তারা।

তারা জানান, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে ব্রুনাইয়ের তম্বুরং এলাকায় বিদ্যুতের কাজ করতে গিয়ে মারা যান জামাল।

নিহত জামালের মরদেহ তার পরিবার দেখতে চায় এবং পারিবারিক কবরস্থানে দাফন করতে চান। এজন্য সরকারিভাবে সহযোগিতা দাবি করেন নিহত জামালের বাবা।

বরিশাল প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আতিকুল আলম জানান, নিহত জামাল হোসেনের পরিবার আবেদন করলে দ্রুত তার মরদেহ বাংলাদেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।