শহীদ হোসাইনের মা

ছেলে হত্যার বিচার দাবিতে মামলা করেছি, কিন্তু পুলিশ আসামি ধরছে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৪ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্য নেতারা মতবিনিময়ে অংশ নেন। এসমময় জুলাই গণঅভ্যুত্থানের ও ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ হওয়া পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

ছেলে হত্যার বিচার দাবিতে মামলা করেছি, কিন্তু পুলিশ আসামি ধরছে না

মতবিনিময়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় শহীদ পরিবারের সদস্যরাও তাদের বক্তব্য তুলে ধরেন।

শহীদ হোসাইনের মা মালেকা বেগম বলেন, আমার ছেলে হত্যার বিচারের দাবিতে মামলা করেছি। কিন্তু পুলিশ আসামি ধরছে না। আমার ছেলে হত্যার বিচার চাই। নাহিদের সহযোগিতা চেয়েছি। তিনি আশ্বস্ত করেছেন।

ছেলে হত্যার বিচার দাবিতে মামলা করেছি, কিন্তু পুলিশ আসামি ধরছে না

আশুলিয়ায় শহীদ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর গ্রামের তানজিল মাহমুদ সুজয়ের বোন ইশরাত জাহান এ্যানি বলেন, আমার ভাই নেই। নাহিদ ভাইকে আমরা ভাইয়ের মতো দেখি। উনি আমার ভাইয়ের সহযোদ্ধা। আমরা আমার ভাইয়ের হত্যা বিচার দেখতে চাই।

এনসিপির নেতারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কাউতলী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করবেন। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুরে পৌর মুক্তমঞ্চ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হবে। পরে তারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন।

আবুল হাসনাত মো. রাফি/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।