মুজিববাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৫ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের বিরুদ্ধে দেশের মানুষকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে মুজিববাদ এই দেশে আর মাথা তুলে দাঁড়াতে না পারে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জে পদযাত্রা শেষে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের পরিবহন ব্যবস্থাসহ অন্য সব সেবা খুবই নাজুক, যা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অর্জন। সেই নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই মূল লক্ষ্য এনসিপির।

তিনি আরও বলেন, এই সরকারকে দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে। আগামী ৩ আগস্ট জুলাই সনদ আদায় করা হবে।

লিপসন আহমেদ/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।