আখতার হোসেন

একজনকে সরিয়ে আরেকজনকে বসানোর জন্য আন্দোলন করিনি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৬ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘জুলাইয়ে হাসিনাকে উৎখাত করেছি। একজনকে সরিয়ে আরেকজনকে বসানোর জন্য আন্দোলন করিনি।’

শনিবার (২৬ জুলাই) বিকেলে ভৈরবে জুলাই পদযাত্রা শেষে পথ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘অতীতের সরকার দেশে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, টাকা পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে ধ্বংস করে গেছে। হাসিনা তার পরিবারকে লুটপাটের সুযোগ দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক করে দিয়েছে। ভৈরবকে জেলা করা সময়ের দাবি ছিল কিন্ত হাসিনা করেননি। সেই দাবি পূরণ হবে।’

আখতার হোসেন বলেন, ‘গণঅভ্যুত্থানে যারা জীবন হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, হাত-পা হারিয়েছে, অন্ধ হয়েছে তাদের প্রতিদান দেশবাসী কখনও ভুলবে না। বাংলাদেশের নতুন স্বপ্নের বিরুদ্ধে যদি কেউ বিরোধিতা করে তবে ভৈরববাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।’

তিনি বলেন, ‘দেশকে যারা দীর্ঘ সময় শাসনের নামে শোষণ করেছেন। সেতু, কালভার্ট, রাস্তাঘাট করার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। দুর্নীতি করেছেন, লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছেন তাদের বিচার করতে হবে। আমরা আর পাচারের রাজনীতি দেখতে চাই না।’

এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা আহনাফ সাঈদ খান, জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখ্য সংগঠক শরীফুল হক জয়, ভৈরব উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক মোহাম্মদ কাইজার ও ছাত্রনেতা রিসান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজীবুল হাসান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।