বগুড়ায় অভিযান চালিয়ে ৮১০ বার্মিজ চাকু উদ্ধার
বগুড়া শহরের বিভিন্ন এলাকা ও মার্কেটে অভিযান চালিয়ে ৮১০টি বার্মিজ চাকু উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৬ জুলাই) রাতে পুলিশ এই অভিযান চালায়।
উদ্ধার করা চাকুগুলো মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রির জন্য মজুত করা ছিল। এসময় দোকানিদের বার্মিজ চাকু বিক্রি না করতে বলা হয়।
সম্প্রতি বগুড়ায় বার্মিজ চাকুতে হত্যা এবং কথায় কথায় বার্মিজ চাকুর ব্যবহার বেড়ে যাওয়ায় পুলিশ এ চাকুর বিরুদ্ধে অভিযানে নামে।
বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইকবাল বাহার বলেন, উঠতি বয়সী তরুণরা বার্মিজ চাকু বেশি ব্যবহার করছে। শহরের বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে যে খুন হয়েছে এবং ছুরিকাঘাত করা হয়েছে তা বার্মিজ চাকু দিয়েই হয়েছে। এজন্য বার্মিজ চাকু বিক্রি বন্ধ করতে দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে।
এফএ/জিকেএস