দেশে এসে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুক্তরাষ্ট্র প্রবাসীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৭ জুলাই ২০২৫

বগুড়ার সান্তাহার রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো নাছিম আহমেদ জয় (৩১) নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক মেরিন ইঞ্জিনিয়ারের। রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছিম আহমেদ জয় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারভোগ চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাছিম আহমেদ জয় ১০ দিন আগে আমেরিকা থেকে ছুটিতে দেশে আসেন। সকালে বাড়ি থেকে বেড়িয়ে মোটরসাইকেলে নওগাঁ যাচ্ছিলেন। বেলা দেড়টায় তিনি সান্তাহার রেলগেট অতিক্রম করছিলেন। এসময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস আন্তনগর ট্রেন সান্তাহার রেলগেটে পৌঁছলে তিনি রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। গেটম্যানরা বাঁশি বাজালেও তিনি শুনেননি। এরপরই ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মাথা, চোখ ও মুখ থেঁতলে যায় তার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর মোটরসাইকেলটি ভেঙে যায়। এরপরই সেখানে দায়িত্বরত গেটম্যান শুভ ও পারভেজ পালিয়ে যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এলবি/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।