ভোলায় ট্রলার থেকে তিন জেলে অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৭ জুলাই ২০২৫

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলেদের চারটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ট্রলার থেকে তিন জেলেকে মুক্তিপণের জন‌্য অপহরণের অভিযোগ উঠেছে।

রোববার (২ জুলাই) উপজেলার কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. আকতার হোসেন শিকদার তথ‌্য নিশ্চিত করেন।

অপহৃত জেলেরা হলেন, ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মলিন চন্দ্র দাস মাঝি মো. গিয়াস মাঝি ও রাজিব মাঝি।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ২টার দিকে ভোলার মনপুরা ও নোয়াখালীর হাতিয়া উপজেলার মাঝামাঝি মেঘনা নদী মাছ শিকারের সময় ডাকাত দল জেলেদের ট্রলারের হামলা করেন। এসময় ডাকাতরা মহিউদ্দিন হাওলাদারের ট্রলার থেকে মলিন চন্দ্র দাস, হোসেন হাওলাদারে ট্রলার থেকে মো. গিয়াস মাঝি ও ফোরকান হাওলাদারের ট্রলার থেকে রাজিব মাঝিকে অপহরণ করে নিয়ে যান।

তবে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, ‘বিষয়টি শুনেছি। খোঁজখবর নিচ্ছি। এখন পর্যন্ত জেলে পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।’

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।