মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৮ জুলাই ২০২৫

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি মা ও ছেলে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়।

সোমবার (২৮ জুলাই) ভোরের দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর এলাকার বিল্লাল মোল্যাসহ তার পরিবার দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরের দিকে অভিযান চালায় যৌথবাহিনী। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বিল্লাল পালিয়ে যান। এসময় বিল্লালের স্ত্রী ইয়াসমিন বেগম (৫০) ও ছেলে সাকিব মোল্যাকে (১৮) আটক করে যৌথবাহিনী।

পরে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা, ১৩০ গ্রাম গাঁজা, দুটি পালসার মোটরসাইকেল, তিনটি দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের সোমবার দুপুরে আদালতে চালান করা হয়েছে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।