পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে লাশ হলো দুই শিশু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই এলাকার আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) ও একই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। তারা উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা রতন চন্দ্র রায় জানান, শেষ বিকেলে পরিবারের অজান্তে দুই শিশু বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হওয়ার পরও তাদের খোঁজ মিলছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে পুকরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখেন স্বজনরা।
ওই পুকুরে শাপলা ফুল ছিল। নিহতদের পরিবার ও এলাকাবাসীর ধারণা, ফুল তুলতে গিয়ে এ ঘটনা ঘটেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোকনুজ্জামান মানু/এসআর/এএসএম