আধিপত্য বিস্তার

যুবলীগ-ছাত্রদল নেতার দ্বন্দ্ব, হামলায় গুলিবিদ্ধ বৃদ্ধ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৯ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শামসুদ্দোহা (৬৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডামেক) ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ রহিম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শামসুদ্দোহা উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার মৃত পিয়ার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের আমলে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক রিপন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে রাজনৈতিক অজুহাতে জুলুম নির্যাতন ও সামাজে কোণঠাসা করে রাখতেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শফিকুল ইসলাম এলাকায় প্রভাব বিস্তার করতে চাইলে যুবলীগ নেতা রিপন বাহিনী আধিপত্য ধরে রাখতে তার ওপর আতর্কিত হামলা চালায়। এতে শফিক গুরুতর আহত হন এবং সুস্থ হতে বেশ কয়েক মাস সময় লেগে যায়। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলাও চলমান রয়েছে।

শফিকুল ইসলাম সুস্থ হয়ে এলাকায় আসার পর উভয় পক্ষের মধ্যে বেশ কিছু ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই সূত্র ধরে সোমবার রাতে শফিকের লোকজন আধিপত্য বিস্তারে যুবলীগ নেতা রিপনের চাচা শামসুদ্দোহাকে পথে পেয়ে তার ওপর হামলা করে। এসময় শামসুদ্দোহা পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাকা মেডিকেল কলেজে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শামসুদ্দোহা নামের এক লোক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নাজমুল হুদা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।