সিরাজগঞ্জে ছোট ভাই হত্যায় বড় ভাইয়ের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:০১ পিএম, ২৯ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে ছোট ভাই হত্যায় বড় ভাই স্বপন সেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি স্বপন সেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ এলাকার বাসিন্দা।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রফিক সরকার জানান, ২০১৮ সালের ২৪ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বপন সেখের সঙ্গে ছোট ভাই রোকনের সংঘর্ষ বাধে। একপর্যায়ে স্বপন সেখ তার ছোট ভাই রোকনের বুকের ডান পাশে ধারাল ছুরি দিয়ে আঘাত করে। এতে রোকন সেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ৩১ জানুয়ারি স্বপন সেখকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এ আদেশ দেন।

এম এ মালেক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।