পার্বত্য চট্টগ্রাম অচল করে দেয়ার হুমকি সন্তু লারমার


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৯ জুন ২০১৬

সরকার ও নির্বাচন কমিশনকে অবিলম্বে ভূষণছড়া ইউপি নির্বাচনের ছোট হরিণা কেন্দ্রের ফলাফল বাতিল করে সেখানে পুনর্নির্বাচনের ঘোষণা দিতে হবে। আর এই দাবি না মানলে গোটা পার্বত্য চট্টগ্রাম অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি শহরের রাজবাড়ির জিমনেসিয়াম চত্বরে এক গণসমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বোধিপ্রিয় সন্তু লারমা বলেন, দাবি না মানা পর্যন্ত একের পর এক কঠোর কর্মসূচি চলবে, চলতেই থাকবে। কোনো বাধা দেয়া হলে পাহাড়ের জনগণ তার দাঁতভাঙা জবাব দেবে।

আয়োজিত সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে যোগ দেন কয়েক হাজার মানুষ। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা প্রমুখ।

প্রসঙ্গত, গত ৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগ করেছে জনসংহতি সমিতি (জেএসএস)। তারা কেন্দ্রটির ফলাফল বাতিল করে সেখানে পুর্ননির্বাচন ঘোষণার দাবি জানিয়েছে। দাবি আদায়ে আগামী ১৩-১৪ জুন রাঙ্গামাটি জেলায় টানা ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।

সুশীল প্রসাদ চাকমা/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।