ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক বিক্রেতার কারাদণ্ড


প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৯ জুন ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সালাউদ্দিন সুমন (২৫) ও অালমগীর মিয়া (৩০) নামে দুই মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন সুমন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সোনামূড়া গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে এবং অালমগীর একই গ্রামের অালী হোসেনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কাউতলী বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। এসময় ওই দুইজনের কাছ থেকে দুইটি ব্যাগে পাঁচ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন তাদের ছয় মাসের কারাদণ্ড দেন।

আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।