ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ধাওয়া দিয়ে দু’জনকে ধরলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৩২ এএম, ০২ আগস্ট ২০২৫

দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে ছাত্রলীগের দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কাহারোল উপজেলার ১নং ডাবর ইউনিয়নের মাল্টার মোড় এলাকা থেকে ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাদের আটক করে।

গ্রেফতাররা হলেন- দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার খুরশীদ আলমের ছেলে মো. আরিফ আলম ও সুইয়ারী এলাকার জব্বারের ছেলে মো. আসাদ। তারা ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা ১০ মিনিটের সময় কাহারোলে উপজেলার ১নং ডাবর ইউনিয়নের মাল্টার মোড় এলাকায় বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ‘গণতন্ত্রের পথ ধর ফ্যাসিস্ট ইউনুসকে বিদায় কর’ স্লোগান সম্মিলিত ব্যানার নিয়ে ১০-১৫ জন একটি ঝটিকা মিছিল বের করে। এসময় এলাকাবাসী তথ্যটি কাহারোল থানায় অবগত করে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে পুলিশ একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুই ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।