উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

প্রক্সিতে এইচএসসি পরীক্ষা, নিবন্ধন বাতিল বিএনপি-যুবদলের ৩ নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০২ আগস্ট ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতিসহ তিন নেতার এইচএসসি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তাদের রেজিস্ট্রেশন (নিবন্ধন) বাতিল করা হয়েছে। এতে তারা আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন সূত্রে জানা যায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় কেন্দ্রে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্যা তানভীর রহমান ও সদস্য নাজমুল হুদা।

গত ৪ জুলাই শুরু হওয়া পরীক্ষা আগামী ৮ আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে গত ১১ জুলাই শুক্রবার ওই কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় আহাদুজ্জামান বাটু, মোল্যা তানভীর রহমান ও নাজমুল হুদা নিজেরা অংশগ্রহণ না করে জালিয়াতির মাধ্যমে অন্যদের পাঠান। প্রায় আধা ঘণ্টা পর পরীক্ষা কেন্দ্রের কর্তব্যরত শিক্ষক ভুয়া পরীক্ষার্থীদের শনাক্ত করেন। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালানো হয়। বিএনপি ও যুবদলের তিন নেতা তাদের এইচএসসি পরীক্ষায় জালিয়াতির বিষয়টি যেন প্রকাশ্যে না আসে, সেই ব্যাপারে অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। এছাড়া প্রক্সি দিতে যাওয়া তিনজন ধরা পড়ার পর তাৎক্ষণিক পালিয়ে যান বলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলেও জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

প্রক্সিতে এইচএসসি পরীক্ষা, নিবন্ধন বাতিল বিএনপি-যুবদলের ৩ নেতার

তবে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জালিয়াতির বিষয়টি জানাজানির পর রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ পরীক্ষা কেন্দ্রে (লোহাগড়া সরকারি কলেজ) উপস্থিত হয়ে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর রেহবার দারাজ বলেন, পরীক্ষায় জালিয়াতির বিষয়টি অবগত হয়েছি। বাউবি থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে বলে জানতে পেরেছি।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নড়াইলের উপ-পরিচালক মতিয়ার রহমান বলেন, পরীক্ষার্থী আহাদুজ্জামান বাটু, মোল্যা তানভীর রহমান এবং নাজমুল হুদা গত ১১ জুলাই অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় নিজেরা অংশগ্রহণ না করে অন্যকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছেন। বিষয়টি নজরে আসার পর তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।

এ ঘটনায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রিয়াদ বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষায় লোহাগড়া কেন্দ্রে জালিয়াতির বিষয়টি অবগত হয়েছি। বাউবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জালিয়াতির ঘটনা তদন্ত করে ওই তিন পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন। তাদের রেজিস্ট্রেশন (নিবন্ধন) বাতিল হয়েছে। এ বছর তারা আর পরীক্ষা দিতে পারবেন না।

প্রক্সিতে এইচএসসি পরীক্ষা, নিবন্ধন বাতিল বিএনপি-যুবদলের ৩ নেতার

এদিকে শুক্রবার (১ আগস্ট) বিকেলে বিএনপির দলীয় প্যাডে সংবাদ বিজ্ঞপ্তিতে লোহাগড়া উপজেলা শাখার সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর শাখার সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু দাবি করেন, ‘লোহাগড়ায় বাউবির এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগ এনে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতিকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডা চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

এক্ষেত্রে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় দোষী অপর দুই নেতা লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্যা তানভীর রহমান ও সদস্য নাজমুল হুদার বিষয়ে দলীয় নেতাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হাফিজুল নিলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।