বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৩:১২ পিএম, ০২ আগস্ট ২০২৫

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলাবাসী।

শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট নাগরিক সমাজ ও সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে এ বিক্ষোভ হয়। জেলা শহরের দশানী থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত চত্বরের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, খেলাফত মজলিসের সভাপতি আমিরুল ইসলাম সিদ্দিকী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এস এম সাদ্দাম সমাবেশে বক্তব্য দেন।

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বিক্ষোভ

এসময়ে বক্তারা নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, যদি না বুঝে করে থাকেন তাহলে আমরা দাবি জানালাম, আপনারা আমাদের দাবি মেনে নিয়ে বাগেরহাটের-৩ আসনের প্রস্তাবকে বাতিল করে দিয়ে চারটি আসন পুনর্বহাল করবেন। বাগেরহাট জেলার ইজ্জতের প্রশ্নে, সমস্যা নিরসনের জন্য, বাগেরহাট জেলার সম্মানের প্রশ্নে বাগেরহাটবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
বক্তারা আরো বলেন, প্রয়োজনে বাগেরহাট বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন থাকবে তবুও বাগেরহাটে তিনটি আসন মেনে নেবো না।

নাহিদ ফরাজী/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।