জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৩ আগস্ট ২০২৫
প্রতীকী ছবি

চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাতে জামালপুর সদরের উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (৩ আগস্ট) স্থানীয়রা জানান, গতরাতে তিন ব্যক্তি ওই এলাকার রফিকুল ইসলামের বাড়িতে মোবাইল চুরির চেষ্টা করেন। এসময় বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন স্থানীয়রা। পরে একজনকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখার পর মারধর করা হয়। মারধরে সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

‎জামালপুর বাওড়ামাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহজাদা মো. আব্দুল আল মামুন বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। সুরতহাল প্রতিবেদনের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।