কলাবাগানে পাওয়া গেলো পোড়া মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৬ আগস্ট ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) রাত নয়টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগানে পোড়া মরদেহটি পাওয়া যায়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। এই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর এখানে মরদেহ এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কলাবাগানে পোড়া মরদেহ পড়ে আছে। মরদেহের দুই পাশে পাতা ও লাকড়ির আগুন জ্বলছে।

কলাবাগানের মালিক বিকাশ দেবনাথ বলেন, তিনি রাত নয়টার দিকে পুকুরে মাছের খাবার দিতে এসে দেখেন কলাবাগানের ভেতর আগুন জ্বলছে। তখন কাছে গিয়ে দেখেন একটি বস্তার ভেতর একজন মানুষ পুড়ছে। এটি দেখে দ্রুত গ্রামের লোকজনকে তিনি খবর দিলে লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, আগুনে ওই ব্যক্তির মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তায় ভরে এখানে এনে আগুন দিয়ে পোড়ানো হয়েছে বলে তারা ধারণা করছেন।

আল মামুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।