ডুবে যাওয়া বাল্কহেডের ভেতরে মিললো দুই শ্রমিকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৬ আগস্ট ২০২৫

নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ডুবে যাওয়া ওই বাল্কহেডের ভেতর থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ধলাই নদীতে বাল্কহেডটি ডুবে যায়।

নিহত দুই শ্রমিক হলেন- জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ মিয়া (২৪)।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে ধোবাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী দল এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। এরপর ড্রেজার দিয়ে বাল্কহেডের ভেতরে থাকা বালু সরানো হয়। পরে বালুর নিচে ওই দুজনকে পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পূর্বধলা থেকে একটি বালুবাহী নৌযান মোহনগঞ্জের ছেঁছরাখালী যাচ্ছিল। নৌযানটি কাছাকাছি পৌঁছালে ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এসময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাতরে তীরে উঠতে সমর্থ হন। অপর দুজন নিখোঁজ হন।

এইচ এম কামাল/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।