সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়লেও বন্যার শঙ্কা নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৬ আগস্ট ২০২৫

ভারতীয় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে। পানি বাড়লেও আপাতত বন্যার কোনো শঙ্কা নেই।

জেলার পানি উন্নয়ন বোর্ড বলছে, সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি কিছুটা বাড়ছে। তবে অন্য বছরের চেয়ে সুনামগঞ্জে এ বছর নদী কিংবা হাওরে তেমন পানি বৃদ্ধি পায়নি। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে। বুধবার বিকেল পর্যন্ত জেলায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এ জেলার সুরমা নদীর পানি এখনও বিপদসীমার ৯২ সেন্টিমিটার নিচে রয়েছে।

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়লেও বন্যার শঙ্কা নেই

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এখনও জেলার অনেক হাওরে পানি ধারণের যথেষ্ট জায়গা রয়েছে।’

লিপসন আহমেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।