পঞ্চগড়ে তিন জামায়াতকর্মীসহ ২৬ জন গ্রেফতার


প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১০ জুন ২০১৬

জঙ্গি তৎপরতা দমনে সারাদেশে বিশেষ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে তিন জামায়াতকর্মীসহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত এবং শুক্রবার দিনভর জেলার পাঁচ থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত ২৬ জনের মধ্যে পঞ্চগড় সদর থানায় দুই জামায়াতকর্মী বাহার উদ্দীন (৬০) এবং ওমর আলীসহ (৫৫) ১০ জন, তেঁতুলিয়া থানায় জামায়াতকর্মী আব্দুল গণিসহ (৫২) ৩ জন, বোদা থানায় ৬ জন, আটোয়ারী থানায় ৩ জন এবং দেবীগঞ্জ থানায় ৪ জন।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বিভিন্ন মামলার ২৬ আসামিকে গ্রেফতারের খবর নিশ্চিত করে বলেন, এদের মধ্যে অনেকেই দীর্ঘদিন পলাতক ছিল। আসামি গ্রেফতারের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সফিকুল আলম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।