ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযানে আটক ১২


প্রকাশিত: ০৩:৩২ এএম, ১১ জুন ২০১৬
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) সোনিয়া পারভীন আটকের বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জনকে আটক করা হয়।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।