কুষ্টিয়ায় জামায়াত-শিবির নেতাসহ গ্রেফতার ৬১


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১১ জুন ২০১৬

দেশব্যাপী শুরু হওয়া সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ায় ১৫ জামায়াত-শিবির নেতাকর্মীসহ ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতভর জেলার ৭টি থানা এলাকায় পরিচালিত এ যৌথ অভিযানে কুষ্টিয়া মিরপুর থানায় নাশকতা সৃষ্টির অভিযোগে ৫ জামায়াত নেতাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মিরপুর উপজেলার পোড়াদহ ইউপি জামায়াতের আমীর আব্দুল বারী, আমবাড়ীয়া ইউপি জামায়াতের সভাপতি আব্দুর রব, একই ইউনিয়নের জামায়তের সাংগঠনিক সম্পাদক মো. সায়েম, অর্থ সম্পাদক আব্দুর রহমান ও মিরপুর পৌরসভার ৫নং ওর্য়াডের জামায়াত সদস্য ছানোয়ার হোসেন।

এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বিভিন্ন মামলায় ৮ জন, কুমারখালী থানায় ৪ জামায়াত-শিবির কর্মীসহ ৭ জন, দৌলতপুর থানায় বিভিন্ন মামলায় ১৮ জন, ভেড়ামারা থানায় ১ জামায়াত কর্মীসহ ৭ জন, কুষ্টিয়া মডেল থানায় ১ জামায়াত কর্মীসহ ৮ জন ও খোকসা থানায় ৪ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
 
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম এ অভিযানের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, জেলায় নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং আসন্ন ঈদকে নির্বিঘ্ন রাখতে জেলাব্যাপী এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত রাখা হবে।

আল-মামুন সাগর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।