জয়পুরহাটে ছাত্রদলের কাউন্সিলে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৫ আগস্ট ২০২৫

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশসহ সাতজন আহত হয়েছেন।

আহতরা হলেন- ছাত্রদল নেতা তামিম (২২), আরিফুল ইসলাম (২৫), শাহরিয়ার কবির (২৩), রাফি (২৬), সোয়ায়েব হোসেন (২৪), সোহান কবির (২৮) ও পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলাম (৪৫)। তারা জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে কলেজ ছাত্রদলের একটি পক্ষ সকাল থেকে কলেজে অবস্থান নিয়ে ধর্মঘট করছে। তারা কাউকে কাউন্সিল করতে প্রবেশ করতে দেবে না জানিয়ে লাঠি-সোঁটা নিয়ে আসেন।

জয়পুরহাটে ছাত্রদলের কাউন্সিলে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

এ সময় তারা ‘অবৈধ কাউন্সিল, মানি না- মানবো না’, ‘বয়কট বয়কট, টিম-১৬ বয়কট’, ‘একতরফা কাউন্সিল, মানি না-মানবো না’, ‘অর্থের বিনিময়ে কাউন্সিল, মানি না- মানবো না’ বলে স্লোগান দেন।

বিকেল সাড়ে ৪টার দিকে অপরপক্ষে কলেজ ছাত্রদল নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে মিছিল নিয়ে কলেজ ফটকে আসে। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার শুরু হয়। কয়েকজন আহত হলে নেতাকর্মীরা তাদের হাসপাতালে পাঠিয়ে দেয়।

জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়া ছাত্রদলের কয়েকজন আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে।

আল মামুন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।