শেরপুরে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৮
শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে জেএমবি ও জামায়াত কর্মীসহ আট জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে শহর ছাত্রলীগের সভাপতি মো. মাসুদের ছোট ভাই জেএমবি সদস্য মো. মনিরুজ্জামান ও নন্নী মধ্যপাড়া গ্রামের জামায়াত কর্মী মিজানুর রহমান রয়েছেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শহরের অষ্টমীতলা এলাকা থেকে জেএমবি সদস্য শেরীপাড়া মহল্লার মো. মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তিনি জেএমবির একজন সক্রিয় কর্মী।
এর আগেও তাকে জেএমবির কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তিনি জামিনে মুক্ত হয়ে নতুন করে জেএমবি তৎপরতা ও সংগঠিত করার কাজে লিপ্ত থাকার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ জানান, শনিবার রাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১২ ঘণ্টায় জেলায় জেএমবি সদস্য ও এক জামায়াত কর্মীসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হাকিম বাবুল/এআরএ/এমএস