রাঙামাটিতে চলছে ৩৬ ঘণ্টার সড়ক ও নৌ অবরোধ


প্রকাশিত: ০৭:২৩ এএম, ১৩ জুন ২০১৬

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ডাকে রাঙামাটি জেলায় টানা ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

সোমবার সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়েছে। চলবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোটহরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরে দলীয় প্রার্থী মামুনকে জিতিয়েছে আওয়ামী লীগের ক্যাডাররা। এতে সহায়তা করেছে ছোটহরিণার ২৫ বিজিবি ও প্রশাসন। প্রহসনমূলক এ নির্বাচনের প্রতিবাদে এবং ওই কেন্দ্রের অবৈধ ফল বাতিল করে সেখানে পুনঃনির্বাচন ঘোষণার দাবিতে ১৩-১৪ জুন রাঙামাটি জেলায় টানা ৩৬ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

এদিকে এ অবরোধ হরতালে পরিণত হয়েছে। অবরোধের ফলে অচল হয়ে পড়েছে সদরসহ গোটা রাঙামাটি জেলা। জেলায় সড়ক ও নৌপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্মপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সকাল থেকে জেলার বাইরে কোনো প্রকার যানবাহন ছেড়ে যায়নি এবং বাইরের থেকেও জেলায় কোনো প্রকার যানবাহন প্রবেশ করেনি।

উপজেলাগুলোতেও কোনো রকম যানবাহন চলাচল করছে না। অবরোধের সমর্থনে সকাল ৬টা থেকে জেলা ও উপজেলা সদরে পিকেটিং করছেন অবরোধকারীরা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা। অবরোধের কারণে এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।        

সুশীল প্রসাদ চাকমা/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।