কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ১৩ জুন ২০১৬

কুষ্টিয়ার বটতৈলে ট্রাক-নসিমনের সংঘর্ষে পাঁচজন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমন চালকসহ আরো এক শ্রমিক আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার ভোর পৌনে ৬টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কমলা খাতুন (৪০), সুখীজান বেগম (৪২), সজীরুন খাতুন(৪০), রাবেয়া খাতুন(৪০) ও আমেনা বেগম(৪০)। তারা সদর উপজেলার লক্ষ্মীপুর ও বৃত্তিপাড়া গ্রামের বাসিন্দা এবং বটতৈল এলাকার একটি তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানার শ্রমিক। সকালে কাজে যোগ দেয়ার জন্য লক্ষ্মীপুর থেকে নসিমনযোগে কারখানার উদ্দেশ্য রওনা হয়েছিলেন তারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর থেকে নসিমনযোগে ৭ জন নারী শ্রমিক কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি দ্রতগামী ট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিকের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত নসিমন চালক আজিজুল ও অপর এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করলেও ড্রাইভার পলাতক রয়েছে।

আল-মামুন সাগর/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।