ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের শিকার ৯ বছরের শিশু
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ভাদুঘর ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই শিশুটি স্থানীয় ভাদুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তবে ধর্ষকের নাম-পরিচয় জানাতে পারেননি নির্যাতিতার বাবা।
নির্যাতিতার বাবা অভিযোগ করে বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে খেলা করছিল ওই শিশু। এসময় অজ্ঞাতপরিচয় (২০) এক যুবক বাইসাইকেলে চড়ে এসে ছুরি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘণ্টা দেড়েক আশপাশ এলাকায় ঘুরে পুনরায় ভূঁইয়াপাড়ায় শিশুটির বাড়ির পাশের একটি ঝোঁপে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পড়ে শিশুটি। এরপর তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রানা নূরুস শামস্ জাগো নিউজকে জানান, নির্যাতনের শিকার ওই শিশুর চিকিৎসা চলছে।
এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জাগো নিউজক বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অজ্ঞাত ওই যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আজিজুল সঞ্চয়/এসকেডি