কুষ্টিয়ায় জঙ্গিসহ আটক ৩৬


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৪ জুন ২০১৬

কুষ্টিয়ায় ইমরান হোসেন নামে এক জঙ্গি সদস্য ও ৩ জামায়াত কর্মীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৬টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জঙ্গি সদস্য ইমরান হোসেন শহরের বড় বাজার এলাকার নওশের আলীর ছেলে।

পুলিশ সুপার প্রলয় চিসিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানে এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ২৭১ জনকে আটক করা হয়েছে।

আল-মামুন সাগর/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।