মঠবাড়িয়ায় সেতু ভেঙে ১২ রুটে যোগাযোগ বন্ধ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সেতু ভেঙে পাথর বোঝাই দুটি ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় আসাদুল ইসলাম (২৯) নামে এক হেলপার নিহত হয়েছেন।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার গুদিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেতুটি ভেঙে যাওয়ায় মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা উপজেলার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনা, পিরোজপুরসহ ১২টি রুটের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
নিহত হেলপার আসাদুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বাগানবাড়ি গ্রামে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাথর বোঝাই দুটি ট্রাক একসঙ্গে সেতটিু পার হচ্ছিল। এসময় গুদিঘাটা সেতুটি ভেঙে ট্রাক দুটি খালে পড়ে যায়। এতে পেছনের ট্রাকের হেলপার আসাদুল ইসলাম ট্রাকের ভেতর আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ট্রাক দুটির চালক পালিয়েছে।
ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। উল্লেখ্য, এই ব্রিজটি দুই মাস আগে প্রায় ১৫ দিন যোগাযোগ বন্ধ রেখে সংস্কারকাজ করা হয়।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বরিশাল থেকে ক্রেন আসার পর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হবে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বী বলেন, পাঁচ টন ধারণক্ষমতাসম্পন্ন সেতুটিতে ৫০ টন ওজনের দুটি ট্রাক একসঙ্গে চলাচল করায় সেতুটি ভেঙে পড়েছে। বরিশাল থেকে ক্রেন এনে উদ্ধার কাজ শুরু করা হবে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
হাসান মামুন/এফএ/এবিএস