নবম দিনেও উত্তরের তিন জেলায় পরিবহন ধর্মঘট অব্যাহত
নবম দিনেও উত্তরের তিন জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
সরকারি গেজেট অনুযায়ী নিয়োগপত্রসহ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বুধবার দুপুরে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার পরিবহন শ্রমিকরা পঞ্চগড় বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তিন জেলার চারটি সংগঠনের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বলা হয়, পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াতকারী দূরপাল্লার বাসের চালকসহ শ্রমিকদের কোনো নিয়োগপত্র নেই। এছাড়া তাদের বেতন-ভাতা রাজশাহী, চট্টগ্রামসহ অন্য এলাকার তুলনায় অনেক কম। এসব বৈষম্যের প্রতিবাদে পঞ্চগড়-ঠাকুরগাঁও এবং দিনাজপুরের শ্রমিকরা ৭ জুন থেকে কর্মবিরতি শুরু করেন। ওই দিন থেকে তিন জেলায় হানিফ এন্টারপ্রাইজ, নাবিল পরিবহন, শ্যামলী, ডিপজল, বাবলু, কেয়াসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
সম্মেলনে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা মোটর শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী লিখিত বক্তব্য পাঠ করেন।
পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেণু মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক, শ্রমিক নেতা তৈয়ব আলী, ঠাকুরগাঁও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দানেশ আলী, সাইফুর রাজ চৌধুরী, পঞ্চগড় জেলা শ্রমিক নেতা আব্দুল মজিদ, আব্বাস আলী প্রমুখ।
শ্রমিক নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
সফিকুল আলম/এআরএ/পিআর