দেবীগঞ্জে দুই লক্ষাধিক জাল টাকাসহ আটক ১
পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ ছাপাখানার মালিককে আটক করেছে র্যাব। বুধবার দুপুরে উপজেলার কালিগঞ্জ বাজারের এক ছাপাখানা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
ছাপাখানার মালিক চিত্তরঞ্জনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের প্রেমবাজার এলাকার বিশ্বনাথের ছেলে।
নীলফামারী র্যাব-১৩ সূত্রে জানা যায়, দেবীগঞ্জে একটি চক্র দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চিত্তরঞ্জনের মালিকানাধীন ওই ছাপাখানায় অভিযান চালানো হয়। এসময় নতুন ১৮৮টি হাজার টাকার, ৬৪টি ৫০০ টাকার জাল নোটসহ মোট ২ লাখ ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পরে প্রেসের মালিক চিত্তরঞ্জনকে আটক করা হয়। এসময় একটি ডিজিটাল প্রিন্টার, কম্পিউটার এবং মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
র্যাব-১৩ এর অপারেশন কমান্ডার (এসি) মাহমুদুল হাসান জানান, চিত্তরঞ্জন দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছি। মামলার প্রস্তুতি চলছে। জাল টাকাসহ জব্দকৃত মালামাল পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
সফিকুর আলম/এআরএ/পিআর