জীবননগরে তিন নারী মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক নারীরা হলেন- যশোর জেলার সিতারামপুর গ্রামের মরিয়ম খাতুন (৪০), পারভীন আক্তার (৩৫) ও নাছরিন আক্তার (২৮)।
জানা যায়, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শিয়ালমারী গ্রামে অভিযান চালায়।
এ সময় তারা শিয়ালমারী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই তিন নারীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে শরীরের সঙ্গে অভিনব কায়দায় বাঁধা ১১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সালাউদ্দীন কাজল/এসএস/আরআইপি