পঞ্চগড়ে ফেনসিডিলসহ আ.লীগ নেতা আটক
পঞ্চগড়ের আটোয়ারীতে ভারতীয় ফেনসিডিলসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাখরতলা গ্রামের নিজ বাসা থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক পক্ষের (গ্রুপ) প্রভাবশালী নেতা আব্দুর রাজ্জাক ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে ভারতীয় ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মো. আরিফের নেতৃত্বে তার বাসায় অভিযান চালানো হয়। এসময় ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ।
স্থানীয়দের দাবি, তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সংশ্লিষ্টদের ম্যানেজ করে প্রকাশ্যেই ফেনসিডিল ব্যবসা করে আসছেন। উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির একাধিক নেতার সঙ্গে তার বেশ শখ্যতা রয়েছে। এজন্য তার বিরুদ্ধে স্থানীয় কেউ মুখ খুলতে সাহস পান না। তবে রাজ্জাকের বিরুদ্ধে মাদকদ্রব্যের একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।
আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম বলেন, তিনি আওয়ামী লীগ করতো। তবে কোনো পদে আছে জানি না। কে কখন তাকে সভাপতি নাকি সম্পাদক করেছিল, আমি তাও জানি না। শুনেছি তার বিরুদ্ধে পূর্বেও মামলা ছিল।
আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ফেনসিডিলসহ আটকের খবরটি সত্য। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সফিকুল আলম/এআরএ/এমএস