স্বামী মোবাইল কিনে না দেওয়ায় স্ত্রীর গলায় ফাঁস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০৮ অক্টোবর ২০২৫

বগুড়ার ধুনটে স্বামীর কাছে মোবাইল কেনার বায়না ধরে না পেয়ে আইরিন জাহান (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় স্বামীর বাড়ি থেকে আইরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আইরিন জাহান উপজেলার বথুয়াবাড়ি গ্রামের সাদিক হাসানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইরিন ও তার স্বামী সাদিক হাসান জীবিকার তাগিদে প্রায় ছয় মাস ধরে ঢাকার আশুলিয়া কাঠগাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সাদিক আশুলিয়ায় অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কয়েক মাস ধরে আইরিন তার স্বামীর কাছে একটি মোবাইল কিনে দেওয়ার বায়না ধরেন। কিন্তু আর্থিক সংকটের কারণে সাদিক স্ত্রীকে ফোন কিনে দিতে পারেননি। তিনি তার স্ত্রীর কাছে এক মাস সময়ও চেয়েছিলেন। কিন্তু তাতেও সন্তুষ্ট হতে পারেননি আইরিন।

মঙ্গলবার বিকেলে সাদিক অটোভ্যান চালানোর জন্য বাসার বাইরে গেলে, আইরিন নিজ ঘরের ভেতরে ধর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে সাদিক স্ত্রীর মরদেহ নিয়ে রাতেই গ্রামের বাড়ি ফিরে আসেন।

ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আইরিনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এল.বি/কেএইচকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।