ভোট চাইতে এলে ইনকাম কত জিজ্ঞাসা করতে হবে: আজম খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১২ অক্টোবর ২০২৫

রাজনৈতিক নেতার পেশা, তাদের সংসার কীভাবে চলে, কত সম্পদের মালিক, প্রার্থী হওয়ার আগে তা ভোটারদের জানতে হবে বলে মন্তব্য করেছেন নবগঠিত রাজনৈতিক দল জনতার দলের সদস্যসচিব মো. আজম খান।

তিনি আরও বলেন, ভোট চাইতে এলে মুখের ওপর ইনকাম কত জিজ্ঞাসা করতে হবে। নইলে দুর্নীতি কমবে না।

রোববার (১২ অক্টোবার) দুপুরে জনতার দলের গাজীপুর জেলা ও মহানগর কমিটির যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আজম খান।

দলের জেলা কমিটির আহ্বায়ক মো. সামসুদ্দিন খন্দকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্যসচিব আবু জাফর রিপন, মহানগরীর আহ্বায়ক নূরুল ইসলাম, সদস্যসচিব শফিকুল ইসলাম বাবুল, কালীগঞ্জ উপজেলা সদস্যসচিব মো. নোমান প্রমুখ।

আজম খান বলেন, ‌‘গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ভোট দিয়ে মানুষ ক্ষমতায় এনেছিল। তারা গুণগত কোনো পরিবর্তন করতে পারেননি। মানুষ একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। ভালো মানুষ রাজনীতিতে আসছেন না। এজন্যই জনতার দলের আত্মপ্রকাশ হয়েছে। যতবেশি ভালো মানুষ রাজনীতিতে আসবে, চাঁদাবাজ-সন্ত্রাসীরা ততই দূরে সরে যাবে।’

সভা শেষে ফিতা কেটে দলের জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন করা হয়।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।