রাজবাড়ীতে ১৪ জেলের জেল-জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মার অংশে ইলিশ ধরার দায়ে ১৩ জেলেকে আটক করা হয়েছে। পরে বিভিন্ন মেয়াদে জের-জরিমানা করা হয়েছে তাদের।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩ টার দিকে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মা নদীর অংশে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতায় ৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৮৪ কেজি ইলিশ ও ৮৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদী থেকে ৬ জন ও গোয়ালন্দের পদ্মা নদী থেকে ৮ জনসহ মোট ১৪ জেলেকে আটক করা হয়। পরে রাজবাড়ী সদরে প্রথম আটকৃত ৫ জনকে ৩ দিন এবং গোয়ালন্দে আটকৃত ৮ জনের প্রত্যেকে ১৪ দিন করে জেলে ও একজন জেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রুবেলুর রহমান/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।