ইলা মিত্রর জন্ম শতবার্ষিকী

ঢোলের তালে নেচে-গেয়ে কৃষক সমাবেশে শত শত নারী-পুরুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৮ অক্টোবর ২০২৫

তেভাগা আন্দোলনের অন্যতম নেত্রী ইলা মিত্রর জন্ম শতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলার পাউয়ার হাউজ মোড় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্কে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রার ঢাক-ঢোলের তালে তালে নেচে-গেয়ে যোগ দেন দূর-দূরান্ত থেকে আসা আদিবাসী নারী-পুরুষরা।

বক্তারা বলেন, ইলা মিত্র একজন বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা ছিলেন। বাংলার শোষিত ও বঞ্চিত কৃষকের অধিকার প্রতিষ্ঠায় তিনি সংগ্রাম করেছেন। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ নয়, এক ভাগ পাবেন জমিদার-জোতদার, দুই ভাগ নেবেন কৃষক। ভূমিহীন কৃষক ও সাঁওতালদের সংগঠিত করে তারা গড়ে তোলেন প্রতিরোধ বাহিনী। তাই আজ তাকে আমরা স্মরণ করতে চাই।

ঢোলের তালে নেচে-গেয়ে কৃষক সমাবেশে শত শত নারী-পুরুষ

এসময় উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি মিথু শিলক মুরমু, আদিবাসী গবেষক ও লেখক হিংগু মুরমু, জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখার সভাপতি বিচিত্রা তির্কিসহ অন্যরা।

ইলা মিত্রের জন্ম ১৯২৫ সালের ১৮ অক্টোবরে কলকাতায়। জন্মের সময় তার নাম রাখা হয় ইলা সেন। রমেন মিত্রের সঙ্গে বিয়ের পর স্বামীর পদবি নিয়ে তিনি ইলা মিত্র নামে পরিচিতি লাভ করেন। নারী আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে যুক্ত হয়ে তিনি ১৯৪৩ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৪৫ সালে বিয়ে হয় বিপ্লবী রমেন মিত্রের সঙ্গে। পরে দুজন মিলে তখনকার পূর্ব পাকিস্তানের রাজশাহী জেলার নবাবগঞ্জের নাচোল অঞ্চলের তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন।

সোহান মাহমুদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।